শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শনিবার গভীর রাতে গাছ ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা। তারা হরতাল সফল করার স্লোগান দেয়। খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা বলছেন, এই সংগঠনের সদস্যরা মাঝে মাঝে রাতে ঝটিকা মিছিল ও প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।

Share.
Leave A Reply

Exit mobile version