রংপুর শহরের সিও এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে ট্যাংক পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় পাম্পটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়ি ও ঘরবাড়িতে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় নিয়োজিত রয়েছেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা জানান, বিস্ফোরণে অন্তত ১৫-২০টি গাড়ি এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version