রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় বহু ছাত্র-ছাত্রী হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির নির্দেশে আজ মঙ্গলবার (২২ জুলাই) দেশের সব আদালতে বিচারকাজ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতসমূহে এ নির্দেশনা পাঠানো হয়।
উল্লেখ্য, গতকাল দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানটি বিধ্বস্ত হলে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা অংশ নেন।

Share.
Leave A Reply

Exit mobile version