গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও নেতাকর্মীদের ওপর হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার জনের মৃত্যুর ঘটনায় চারটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অজ্ঞাত ১ হাজার ৫০০ জনসহ মোট ৬ হাজার আসামি করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দীপ্ত সাহা, সোহেল রানা, রমজান কাজী ও ইমন তালুকদার। অপর এক নিহত রমজান মুন্সীর মামলা এখনও হয়নি। ঘটনার পর জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version