তেল আবিবে শনিবার রাতে হাজার হাজার ইসরায়েলি গাজা উপত্যকায় আটক থাকা সকল জিম্মির অবিলম্বে মুক্তির দাবিতে রাস্তায় নামে। বিক্ষোভকারীরা হোস্টেজ স্কয়ার থেকে মার্কিন দূতাবাসের দিকে মিছিল করে এবং যুদ্ধের অবসান ও জিম্মি মুক্তির স্লোগান দেয়। হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত প্রাক্তন জিম্মিদের মধ্যে কয়েকজনও এ পদযাত্রায় অংশ নেন।
হাজার হাজার ইসরায়েলির তেল আবিবে বিক্ষোভ।গাজার জিম্মি মুক্তির দাবি
Related Posts
Services
Subscribe to Updates
Get the latest creative news about art, design and business.
© 2025 Refine Bangla. Designed By Refine Bangla.