খুলনা থেকে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনায় নিহত হয়েছেন দাকোপ উপজেলার আমির মাওলানা আবু সাঈদ। শনিবার রাত ৩টার দিকে রয়্যাল পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন কর্মী। আবু সাঈদ একজন আলিম মাদরাসার শিক্ষক ছিলেন এবং তার পরিবারে স্ত্রী ও চার কন্যা রয়েছে।
এদিকে খুলনা জেলা ও মহানগর জামায়াত সূত্রে জানা গেছে, ঢাকার সমাবেশে অংশ নিতে খুলনা থেকে প্রায় ২৬০টি বাস ও ট্রেনযোগে প্রায় ১৫ হাজার নেতাকর্মী রওনা হয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version