সিলেট নগরীর টিলারগাঁও, জাহাঙ্গীরনগর ও পোড়াবাড়ি—এই তিনটি এলাকায় গত কয়েক বছর ধরেই চলে আসছে টিলা কাটার ধারাবাহিক ধ্বংসযজ্ঞ। একসময় যেখানে ছিল সবুজে ঘেরা প্রাকৃতিক টিলা, এখন সেখানে চোখে পড়ে কেবল ধুলাবালি আর বিরানভূমি। দিনে দুপুরে প্রকাশ্যেই কাটা হচ্ছে টিলা, বিক্রি হচ্ছে মাটি। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও আবার শুরু হয় সেই আগের চিত্র।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় চলছে এই অবৈধ টিলা কাটা। কেউ কেউ টিলা কাটা স্বীকার করলেও তা পরিবেশ সংরক্ষণের অজুহাতে বৈধ করার চেষ্টা করছেন। প্রশাসন ও পরিবেশ অধিদফতর থেকে একাধিকবার মামলা হলেও, তার বাস্তব কোনো প্রতিকার নেই।
সিলেট পরিবেশ অধিদফতরের তথ্যমতে, গত এক দশকে সিলেট অঞ্চলে অন্তত ৬১টি টিলা সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে এবং এসব টিলা ধসে মৃত্যু হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষের।
পরিবেশবিদরা বলছেন, টিলা কাটা বন্ধ না হলে সিলেটের প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে ভূমিধস ও পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি বাড়বে বহুগুণে। অথচ প্রশাসনের ভূমিকা এখনো মূলত আশ্বাস এবং occasional অভিযান পর্যন্তই সীমাবদ্ধ।