ইরান-ইসরায়েল যুদ্ধ চলাকালে ভয়াবহ সাইবার হামলায় ইরানের সেপাহ ও পাসারগাদ ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস হয়ে যায়। হামলায় ব্যাংকিং সেবা অচল হয়ে পড়ে, ব্যর্থ হয় ব্যাকআপ সাইটও। ইসরায়েলপন্থী হ্যাকার গ্রুপ ‘প্রেডেটরি স্প্যারো’ এ হামলার দায় স্বীকার করেছে। ডেটা পুনরুদ্ধারে কাজ চলছে, তবে কর্মকর্তারা বলছেন—পুরো সিস্টেম স্বাভাবিক হতে সময় লাগবে আরও বহুদিন।
ইসরায়েল-ইরান যুদ্ধকালীনএকটি সাইবার হামলায় ইরানের দুটিপ্রধান ব্যাংকের গুরুত্বপূর্ণ ডেটা ধ্বংস
Services
Subscribe to Updates
Get the latest creative news about art, design and business.
© 2025 Refine Bangla. Designed By Refine Bangla.