পাবলিক সার্ভিস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার সচিবালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সচিবালয় অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিটি ফোরামের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
বক্তারা বলেন, এই অধ্যাদেশ চাকরি নিরাপত্তা হ্রাস করবে এবং শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণে স্বেচ্ছাচারিতা বাড়াবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Share.
Leave A Reply

Exit mobile version