রবিবার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপে দলগুলোর নেতারা এই মতামত জানান।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “দুই মেয়াদের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী হতে না পারেন—আমরা এই মত দিয়েছি।”
গণঅধিকার পরিষদের নুরুল হক নূর বলেন, “একজন যেন টানা না হলেও সর্বোচ্চ দুই মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারেন, এ বিষয়ে আলোচনার প্রয়োজন আছে।”
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি জানান, প্রায় ২০টি দল এ বিষয়ে একমত হলেও তিনটি দল ভিন্নমত পোষণ করেছে।
বিএনপি ও এনসিপি ব্রিফিংয়ে অংশ নেয়নি বলে জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারাও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার পক্ষে মত দেন।