টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত পাকিস্তান। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০২ জন, যাদের মধ্যে ৯৬ জনই শিশু—এ তথ্য দিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঞ্জাব প্রদেশে মৃতের সংখ্যা ১২৩ জন।
বৃষ্টি ও ভূমিধসের কারণে ধসে পড়েছে শত শত ঘরবাড়ি, ডুবে গেছে বহু গ্রাম ও শহরাঞ্চল। বন্যায় প্লাবিত এলাকাগুলোর অনেক বাসিন্দা প্রাণ বাঁচাতে সব ফেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে ডুবে গেছে ঘরবাড়ির ছাদ পর্যন্ত, ধসে পড়েছে সড়ক ও সেতু।
পাঞ্জাবের অনেক অঞ্চল এখনও যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। উদ্ধার অভিযান চলছে, তবে দুর্বল অবকাঠামো ও পর্যাপ্ত প্রস্তুতির অভাবে ক্ষয়ক্ষতির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ভারী যন্ত্রপাতি দিয়ে মেরামত ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।
বিপর্যয় মোকাবেলায় প্রশাসনের তৎপরতা থাকলেও সাধারণ মানুষ হারিয়েছে প্রিয়জন, আশ্রয় ও নিরাপত্তা—যা এই বর্ষা মৌসুমকে করেছে আরও ভয়াবহ।